জ্বলন্ত অপরাধবোধ - ৬ষ্ঠ অধ্যায়

About জ্বলন্ত অপরাধবোধ - ৬ষ্ঠ অধ্যায়

রান্ডার্সে কোনো শিল্প প্রদর্শনীর উদ্বোধন নিয়ে টিভি সম্প্রচারের ব্যাপারে কাজ করার পরে, অ্যানে লারসেন লিভ লোক্কে এবং তাঁর ভাইয়ের সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন। লিভের ঠিকানায় পৌঁছে তিনি দেখলেন তার আবাসনের দরজা খোলা রয়েছে, তিনি ভয় পেলেন লিভের বোধহয় কিছু হয়ে গেছে। লিভ সেখানে ছিল না, কিন্তু অ্যানের ভয়ঙ্কর সন্দেহটা সত্যি প্রমাণিত হল। তাঁদেরকে খুনীর খোঁজ করতেই হবে যাতে আর কোনো খুন করে ফেলার আগেই তাকে রোখা যায়। অ্যানে লারসেন, রোল্যান্ডো বেনিটো এবং তাঁর সহকর্মীর পক্ষে এটি রাতের ঘুম উড়িয়ে দেওয়ার মত সমস্যা হবে। ইঙ্গার গামেলগার্ড ম্যাডসেন (জন্ম 1960) একজন ড্যানিশ লেখিকা। ম্যাডসেন মূলতঃ একজন গ্রাফিক ডিজাইনার ছিলেন। 2008 সালে "ডুক্কেবারনেট" নামক অপরাধমূলক উপন্যাস দিয়ে তিনি তাঁর লেখিকা জীবনের সূচনা করেন, এবং তার পর থেকে তিনি একই ধারার বেশ কিছু বই লিখেছেন। সেগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল "ড্র্যাব এফটার বেগেরিং" (2009), "স্ল্যাঙ্গেনস গিফ্ট" (2014), "ডোমার ওগ বোডেল" (2015),"ব্লোডরেগেন" (2016) এবং "দ্য ক্লীনার" (2019)।

Show more
  • Language:
  • Bangla
  • ISBN:
  • 9788726227604
  • Format:
  • ePub
  • Protection:
  • Digital watermark
  • Published:
  • August 6, 2019
Delivery: Immediately by email

Description of জ্বলন্ত অপরাধবোধ - ৬ষ্ঠ অধ্যায়

রান্ডার্সে কোনো শিল্প প্রদর্শনীর উদ্বোধন নিয়ে টিভি সম্প্রচারের ব্যাপারে কাজ করার পরে, অ্যানে লারসেন লিভ লোক্কে এবং তাঁর ভাইয়ের সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন। লিভের ঠিকানায় পৌঁছে তিনি দেখলেন তার আবাসনের দরজা খোলা রয়েছে, তিনি ভয় পেলেন লিভের বোধহয় কিছু হয়ে গেছে। লিভ সেখানে ছিল না, কিন্তু অ্যানের ভয়ঙ্কর সন্দেহটা সত্যি প্রমাণিত হল। তাঁদেরকে খুনীর খোঁজ করতেই হবে যাতে আর কোনো খুন করে ফেলার আগেই তাকে রোখা যায়। অ্যানে লারসেন, রোল্যান্ডো বেনিটো এবং তাঁর সহকর্মীর পক্ষে এটি রাতের ঘুম উড়িয়ে দেওয়ার মত সমস্যা হবে।
ইঙ্গার গামেলগার্ড ম্যাডসেন (জন্ম 1960) একজন ড্যানিশ লেখিকা। ম্যাডসেন মূলতঃ একজন গ্রাফিক ডিজাইনার ছিলেন। 2008 সালে "ডুক্কেবারনেট" নামক অপরাধমূলক উপন্যাস দিয়ে তিনি তাঁর লেখিকা জীবনের সূচনা করেন, এবং তার পর থেকে তিনি একই ধারার বেশ কিছু বই লিখেছেন। সেগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল "ড্র্যাব এফটার বেগেরিং" (2009), "স্ল্যাঙ্গেনস গিফ্ট" (2014), "ডোমার ওগ বোডেল" (2015),"ব্লোডরেগেন" (2016) এবং "দ্য ক্লীনার" (2019)।