জ্বলন্ত অপরাধবোধ - ৫ম অধ্যায়

About জ্বলন্ত অপরাধবোধ - ৫ম অধ্যায়

লিভ লোক্কের জীবনে তার অতীত ও সেই অগ্নিকান্ডের নির্মম স্মৃতি আবার ঘুরে আসায় সে দুঃস্বপ্ন দেখতে লাগলো। অ্যানে লার্সেন তার সাথে যোগাযোগ করেন। সাংবাদিক ভদ্রমহিলা তার ভাইয়ের সাথেও দেখা করেন, এবং জোহান তার থেকে কী চেয়েছিলেন সেটা জানতে সাংবাদিকটি এতই আগ্রহী হয়ে পড়েন, যে অনিচ্ছা সত্ত্বেও লিভকে রান্ডার্সে একটি কাফেতে গিয়ে তাঁর সাথে দেখা করার জন্য রাজী হতে হয়। কিন্তু সাংবাদিকের দাবী তাকে এতই ক্ষুব্ধ করে তুললো যে সে রাগের চোটে এক ঝটকায় কাফে ছেড়ে বেরিয়ে যায়। যখন সে খবরের কাগজে দেখে যে জোহান ব্যোয়ের ছেলে খুনীকে স্বচক্ষে দেখেছে, তখন সে জোহান ব্যোয়ের বাড়ীতে গিয়ে জোহান ব্যোয়ের জন্য স্মৃতিজ্ঞাপনের মঞ্চের সামনেই তাঁর ছেলের সাথে দেখা করলো। ইঙ্গার গামেলগার্ড ম্যাডসেন (জন্ম 1960) একজন ড্যানিশ লেখিকা। ম্যাডসেন মূলতঃ একজন গ্রাফিক ডিজাইনার ছিলেন। 2008 সালে "ডুক্কেবারনেট" নামক অপরাধমূলক উপন্যাস দিয়ে তিনি তাঁর লেখিকা জীবনের সূচনা করেন, এবং তার পর থেকে তিনি একই ধারার বেশ কিছু বই লিখেছেন। সেগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল "ড্র্যাব এফটার বেগেরিং" (2009), "স্ল্যাঙ্গেনস গিফ্ট" (2014), "ডোমার ওগ বোডেল" (2015),"ব্লোডরেগেন" (2016) এবং "দ্য ক্লীনার" (2019)।

Show more
  • Language:
  • Bangla
  • ISBN:
  • 9788726227611
  • Format:
  • ePub
  • Protection:
  • Digital watermark
  • Published:
  • August 6, 2019
Delivery: Immediately by email

Description of জ্বলন্ত অপরাধবোধ - ৫ম অধ্যায়

লিভ লোক্কের জীবনে তার অতীত ও সেই অগ্নিকান্ডের নির্মম স্মৃতি আবার ঘুরে আসায় সে দুঃস্বপ্ন দেখতে লাগলো। অ্যানে লার্সেন তার সাথে যোগাযোগ করেন। সাংবাদিক ভদ্রমহিলা তার ভাইয়ের সাথেও দেখা করেন, এবং জোহান তার থেকে কী চেয়েছিলেন সেটা জানতে সাংবাদিকটি এতই আগ্রহী হয়ে পড়েন, যে অনিচ্ছা সত্ত্বেও লিভকে রান্ডার্সে একটি কাফেতে গিয়ে তাঁর সাথে দেখা করার জন্য রাজী হতে হয়। কিন্তু সাংবাদিকের দাবী তাকে এতই ক্ষুব্ধ করে তুললো যে সে রাগের চোটে এক ঝটকায় কাফে ছেড়ে বেরিয়ে যায়। যখন সে খবরের কাগজে দেখে যে জোহান ব্যোয়ের ছেলে খুনীকে স্বচক্ষে দেখেছে, তখন সে জোহান ব্যোয়ের বাড়ীতে গিয়ে জোহান ব্যোয়ের জন্য স্মৃতিজ্ঞাপনের মঞ্চের সামনেই তাঁর ছেলের সাথে দেখা করলো।
ইঙ্গার গামেলগার্ড ম্যাডসেন (জন্ম 1960) একজন ড্যানিশ লেখিকা। ম্যাডসেন মূলতঃ একজন গ্রাফিক ডিজাইনার ছিলেন। 2008 সালে "ডুক্কেবারনেট" নামক অপরাধমূলক উপন্যাস দিয়ে তিনি তাঁর লেখিকা জীবনের সূচনা করেন, এবং তার পর থেকে তিনি একই ধারার বেশ কিছু বই লিখেছেন। সেগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল "ড্র্যাব এফটার বেগেরিং" (2009), "স্ল্যাঙ্গেনস গিফ্ট" (2014), "ডোমার ওগ বোডেল" (2015),"ব্লোডরেগেন" (2016) এবং "দ্য ক্লীনার" (2019)।